কবিতা সন্ধ্যার ৪৫৮ তম মাসিক সাহিত্য সভা

রোদ্দুর ইসলাম,মেমারি :২৬ মার্চ : বর্ধমানের সাহিত্য চর্চার অন্যতম পীঠস্থান,১৯৮৭ সাল থেকে পথ চলা শুরু করা কবিতা সন্ধ্যার ৪৫৮তম সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান জেলা গ্ৰন্থাগারে। বৈকালিক এই সাহিত্য সভার এবারের আহ্বায়ক ছিলেন শহর বর্ধমানের কবি, গল্পকার,চিত্রকর, প্রচ্ছদ শিল্পী এবং মাউথ অর্গান শিল্পী সুবীর রায়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রেমী গুণী ব্যক্তিত্ব স্বনামধন্য প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ ধর । কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে, কবি অরুণ মজুমদার, কবি দেবাশিস মহান্তি, সুবীর রায়, সুব্রত মজুমদার প্রমুখের উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক কবি কবিতা পাঠ করেন। এদিনের সাহিত্য সভায় আহ্বায়ক কবি সুবীর রায়ের একটি কাব্য গ্ৰন্থ — করোনা কালের কাব্য প্রকাশিত হয়। এক‌ই সঙ্গে এবারের সাহিত্য সভার বিষয় বিশ্ব সাহিত্য ভাবনার উপর বিশেষ মনোজ্ঞ একটি আলোচনা পরিবেশিত হয়। লক্ষী নারায়ণ আদিত্য,লক্ষণ দাস ঠাকুরা, দীপেন্দ্রনাথ শীল, চিরঞ্জীব ঘোষ, বুদ্ধদেব মুখার্জী, কল্পনা রায়, রুনু শ্যাম, মাধুরী অধিকারী,ডাঃ সেখ সাবের আলি, সুফি রফিক উল ইসলাম, অশোক কুমার বর্মন,তাপস ভূষণ সেনগুপ্ত,অহংজিৎ বসু, ক্ষেত্রনাথ দে, কমলেন্দু পাল, মধুছন্দা দাশগুপ্ত,কৃষ্ণা মজুমদার, নমিতা রাউত, বিউটি সান্যাল, নারায়ণ চন্দ্র পাল, সুভাষ বসু,কানাই লাল বিশ্বাস, সর্বানন্দ মাজি, রাম আশিস মুখার্জী, কুমুদ বন্ধু নাথ, চৈত্র কুমার প্রামানিক, অশোক কুমার সরকার, সুদীপ বাগ প্রমুখ কবিতা পাঠ করেন।