|
---|
আলিফ ইসলাম,বর্ধমান : ২৮নভেম্বর,রবিবার, বর্ধমানে সাহিত্যের অন্যতম সেরা পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৪২ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হল বর্ধমানের একতা ভবনে।সংস্থার সম্পাদক কুশল দে,সভাপতি শ্যামল বারুরী,এবং অনুষ্ঠান সঞ্চালক সুব্রত মজুমদার প্রমুখ ব্যাক্তিত্বের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে কল্পনা রায়,কাজী রেহানাজ ইয়াসমিন,মিজানুর রহমান-শুভ,সুবীর রায়,সুফি রফিক উল ইসলাম,তাপস ভূষণ সেনগুপ্ত,বিশ্বজিৎ ভট্টাচার্য, ক্ষেত্রনাথ দে,সুভাষ বসু,গোপাল দাস,নারায়ণ চন্দ্র পাল,করবী রায়,নমিতা রাউত,দ্বীপেন্দ্র নাথ শীল,রামাশিস মুখার্জী,কুমুদ বন্ধু নাথ,হেমা পাল বর্ধন,মানস দত্ত প্রমুখ কবিতা পাঠ করেন বৈকালিক এই সাহিত্য সভায়।সভায় দুই বাংলার সাহিত্যিক সম্প্রতি প্রয়াত হাসান আজিজুল হক সাহেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।আফ্রিকার তানজানিয়ার নোবেল পুরস্কার পাওয়া সাহিত্যিক আব্দুল রজ্জাক সাহেবের উপর ছোট্ট অথচ সুন্দর তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন সভাপতি শ্যামল বারুরীমহাশয়।