|
---|
সংবাদদাতা : ৩ এপ্রিল রবিবার রাত্রি ৯টা হইতে ১০.২০ মিনিট পর্যন্ত ‘কবিতা তরঙ্গ’ ২৪তম অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কবি আসাদ আলীর সঞ্চালনা ও ঝারখন্ডের কবি নিসার আমিন এর সভাপতিত্বে | কবিতা পাঠ, গান, আলোচনা ও আড্ডায় অংশ নেন দিল্লির কবি, অমৃত মিত্রর, দিল্লির কবি শৈলেন সাহা, গুয়াহাটি, আসামের কবি তুষার কান্তি সাহা, নদীয়ার কানাইলাল সিকদার, হুগলির শেখ সিরাজ, শান্তিপুর নদীয়ার অচ্যুত প্রামাণিক ও স্বাতী প্রামাণিক ও উত্তর ২৪ পরগনা রাজারহাটের। সকলে কবিতা পড়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন।