কবিতা উৎসবের মধ্য দিয়ে শেষ হল গুড়াপ বইমেলা।

লু তু ব আলি : কবিতা উৎসবের মধ্য দিয়ে শেষ হল গুড়াপ বইমেলা। ৩ এপ্রিল স্বরচিত কবিতা পাঠের আসর বসেছিল বইমেলা প্রাঙ্গনে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছিলেন। সূচনা করেন বইমেলা কমিটির সম্পাদক আদিত্য নারায়ন চৌধুরী। তিনি জানান এই কবি সম্মেলন মহাসম্মেলনে পরিণত হয়েছিল। বই মেলা কমিটির অন্যতম সদস্য অনিরুদ্ধ ইসলাম, অভিজিৎ রানা, ইসরাইল মল্লিকরা জানান প্রায় দেড়শ জন কবি হাজির হয়েছিলেন। এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন শেখ মোহাম্মদ ইউনুস, সুফি রফিক উল ইসলাম, অশোক মুখোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায়, মুক্তা রায়, উত্তম কর্মকার, এহেসান সনম, হাফিজুর রহমান, ড. রমলা মুখার্জি, মৈত্রেয়ী ব্যানার্জি, ফজলুল হক, শেখ হাসানুজামান, অঞ্জনা চক্রবর্তী, দেবিকা ব্যানার্জি, কল্যাণী মন্ডল, নিপা চক্রবর্তী, সুলেখা সরকার, মিলি দাস প্রমূখ। উল্লেখ্য, ২৬ মার্চ এই বইমেলা শুরু হয়েছিল। বিভিন্ন দিনে পরিবেশিত হয় শ্রুতি নাটক, একাঙ্ক নাটক, তবলা লহরা, গিটার, বাঁশি, মাউথ অর্গান, কবিতা আবৃত্তি। অংশগ্রহণে ছিল গেটে গরি বড়দা ময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা। যোগাসন প্রদর্শনী অংশগ্রহণে ছিল নিউ লাইফ যোগ ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা পরিচালনায় ইন্দ্রজিৎ রায়। শ্রীরামপুরের নৃত্য চরম ড্যান্স একাডেমি নৃত্যানুষ্ঠান পরিবেশন করে পরিচালনায় ছিলেন অর্পিতা শীল। মৌসুমী নৃত্যাঙ্গন নৃত্য পরিবেশন করে পরিচালনায় মৌসুমী ঘোষ, সুরঙ্গনা শিক্ষায়তনের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান নজর কাড়ে। তাপস বিশ্বাসের পরিচালনায় নটরাজ নৃত্য অনুষ্ঠান ও দর্শক শ্রোতাদের মন জয় করে। ৩ এপ্রিল সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগাসন ও দেহসৌষ্ঠব প্রদর্শিত হয়। পরিবেশনায় ছিল ধনিয়াখালি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সারদা আশ্রম এর ছাত্র ছাত্রীরা। পরিচালনা করেন কল্যাণ ব্যানার্জি।