কবিতার ভেলা বিজয়া সম্মেলনিতে বঙ্কিম নজরুলের উত্তরসূরী।

লুতুব আলী : কবিতার ভেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার সারস্বত বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ এর বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম উত্তরসূরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালী কাজী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কবিতার ভেলা র সম্পাদক প্রমতম সী । কবিতার ভেলার বৈশিষ্ট্য হল তাদের প্রতিটি অনুষ্ঠানে সারস্বত ব্যক্তিত্বদের উত্তরসূরিদের অনুষ্ঠানে হাজির করানো। সেইসঙ্গে বাংলা ভাষার চর্চা ও মননশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। প্রসঙ্গত সারস্বত বিজয়া সম্মেলনীর এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববন্দিত সাহিত্য ব্যক্তিত্ব পৃথ্বীরাজ সেন, আই.সি.সি.আর কলকাতার প্রাক্তন অধিকত্তা গৌতম দে , কবিতার ভেলা র সভাপতি তথা আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মণ্ডল, বিশিষ্ট কবি ও সংগঠক বিধানেন্দু পুরকাইত, বিশিষ্ট ঔপন্যাসিক সন্দীপ মুখার্জী, ডা: নাসির উদ্দিন মন্ডল, হরিসাধন শিকারি প্রমুখ। কথায়, গানে, কবিতায় অনুষ্ঠানটির এক অনন্য মাত্রায় এনে দেন সোনালী কাজী। সংগীত পরিবেশন করেন রাখি ব্যানার্জি, দেবযানি দাস। আবৃত্তি পরিবেশন করেন ভারত ও বাংলাদেশ খ্যাত বিশিষ্ট আবৃত্তিকার ও প্রশিক্ষক সাদেকুল করিম, নন্দিনী লাহা, চন্দনা দাস, সুপ্রিয়া বিশ্বাস, মৌলী দাস, তৃপ্তি পাল, পরিমল মালাকার, শিখা রায় চৌধুরী প্রমুখ। কবিতা পাঠ করেন মিলি দাস, বিশ্বনাথ চৌধুরী, কল্যাণী মন্ডল, মালবিকা মজুমদার, সুচিত্রা সিংহ ভট্টাচার্য, শিবানী চ্যাটার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও প্রশিক্ষক প্রজ্ঞা পারমিতা।