|
---|
রাজিবুল হোসেন, কোচবিহার : পৌরসভা নির্বাচন কে পাখির চোখ করে আজ উৎসব অডিটোরিয়াম এ বিধানসভা ভিত্তিক কর্মী সভা করলেন তৃণমূল কংগ্রেস।রাজ্যের অন্যান্য পৌরসভা কর্পোরেশনের সাথে কোচবিহার জেলার ৬টি পৌরসভার নির্বাচন হবার কথা রয়েছে। এই জেলার ৬টি কেন্দ্রে নির্বাচনের লড়াই এর কৌশল ঠিক করতে এইদিনের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার দলীয় নেতা কর্মীরা।
এই সভা মঞ্চ থেকে দলের নেতা সুব্রত বক্সি বলেন, প্রতিটি পুর অঞ্চল ভোট পরিচালনার ক্ষেত্রে ৫ জনের একটি কমিটি তৈরি হবে। এই কমিটি সদস্যরা অবশ্য পুর ভোটে দলীয় প্রার্থী হতে পারবেন না। এই কমিটির কাছে পুর ভোটে ওয়ার্ড ভিত্তিক ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই আবেদনের ভিত্তিতেই দলের রাজ্য কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।