|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: চার দফা দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল আমরা ছিটমহলবাসী কোচবিহার জেলা কমিটি। ২০১৫ সালে স্থল সীমান্ত চুক্তির মধ্য দিয়ে ভারতভুক্তি হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ছিটমহল অঞ্চল। তার পর থেকে বিভিন্ন বঞ্চনার অভিযোগ তুলে এদিন এর এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো তারা। মূলত নাগরিকত্ব, জমির অধিকার, সরকারি সামাজিক প্রকল্প গুলির অচলাবস্থা, অস্থায়ী শিবির এ ভারতীয় ছিটমহল বাসীদের দুরবস্থা নিয়ে তাদের সমস্ত অভিযোগ। চুক্তির দীর্ঘ সাড়ে ৫ বছর কেটে যাওয়ার পরেও নানা বিষয়ে তাদেরকে বঞ্চিত করেছে কেন্দ্র রাজ্য উভয় সরকার, কিন্তু ভোটের জন্য তাদের ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ বিক্ষোভ এ আসা প্রত্যেকটি ব্যক্তির। ভারত ভুক্তির এত বছর পরেও তাদের কোনো নাগরিকত্ব প্রদান করা হয়নি, শুধু ভোটার কার্ড দেওয়া হয়েছে। কিন্তু CAA লাগুর পর এই ভোটার কার্ড তাদের কতটা রক্ষা করতে পারবে সেই নিয়েই চিন্তায় পড়েছেন তারা।
এছাড়াও, তাদের জমির যে খসরা খতিয়ান দেওয়া হয়েছে তাও ভুলে ভরা বলে অভিযোগ তাদের, গত ৪ বছরে তাদের জমি অধিগ্রহণ করে বিভিন্ন সরকারি অঙ্গণওয়ারি, রাস্তা ঘাট হলেও অধিগ্রহণ এর কোনো নোটিশ দেওয়া হয়নি। এই প্রক্রিয়াকে তারা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন।এবং অবিলম্বে জমির মালিকানা সহ নির্ভুল খতিয়ান এর দাবীতে সরব রয়েছেন।সরকারি প্রকল্প গুলির সমস্ত সুবিধা তারা ঠিকঠাক ভাবে পাচ্ছেন না, রাজ্য সরকারের প্রকল্প গুলিকে সঠিক ভাবে রূপায়ণের দাবীতে আজকে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি যোগ্য ছিটমহল বাসীদের কাজের দাবীতে সরব হচ্ছেন তারা। যতক্ষণ পর্যন্ত তারা কোনো সদুত্তর না পাবেন ততক্ষন পর্যন্ত জেলাশাসকের দপ্তরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানান।