৯৪ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

নতুন গতি ডিজিটাল ডেস্ক: ৯৪ কেজি গাঁজা সহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে কোচবিহার শহর সংলগ্ন মাগপল শুনশুনির বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ তাদের কোচবিহার আদালত তোলা হবে। এদিন কোচবিহার জেলা পুলিশের আধিকারিক লান্টু হলদার সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি জানান, কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি দল গঠন করে ওই শহর সংলগ্ন মাগপল শুনশুনির বাজার এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছে। সেই সময় সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। ধৃত ওই দুই ব্যক্তির নাম সঞ্জিত বর্মণ ও কমলা কান্ত বর্মণ। তাদের কাছ থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা ওই গাঁজা গুলো নিয়ে বাইকে করে আসামের দিকে যাচ্ছিল। সেই সময় তাদের আটক করা হয়। এবং তাদের কাছে থাকা বাইকটিকে সীস করা হয়। ওই ৯৪ কেজি গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। ধৃতদের আজ আদালতে তোলা হবে। এবং তাদেরকে পুলিশ হেপাজতে নেওয়া হবে। তারপর আমরা তদন্ত শুরু করব।

    তিনি আরও বলেন, কোচবিহার জেলা জুড়ে আমরা নাকা চেকিং চালাচ্ছি। আমরা এইধরনের চক্রগুলিকে আটক করার চেষ্টা করছি। একটা ব্যাপার বলা উচিৎ শুধু পুলিশ প্রশাসন কে দিয়ে কিছু করা সম্ভব না। তার জন্য মানুষকেও সচেতন হতে হবে। তাই আমরা প্রশাসনের তরফ থেকে চেষ্টা চালাচ্ছে এই ধরনের ক্রাইম যাতে কমানো যায়। তাই আগামি দিনেও আমাদের এই অভিযান চলবে। শুধুমাত্র কোচবিহার কোতোয়ালি থানা এলাকা নয়,দিনহাটা মাথাভাঙ্গা থানাতেও অবৈধ গাজার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কোচবিহারে গাজর চাষ যারা করেন তারা মূলত ভিন রাজ্যের বাসিন্দা। স্থানীয় কৃষকদের সামান্য অর্থের লোভ দেখিয়ে এই চাষ করা হয়। পরবর্তীতে তারা উৎপাদিত গাজা বাইরে পাচার করেন প্রচুর টাকার বিনিময়। কোচবিহার স্থানীয় কৃষকরা অর্থের লোভেই এই কাজ করছেন। পুলিশ যেখানেই খবর বাড়ছে সেখানে গিয়েই গাঁজা চাষ নষ্ট করছে। আজ সকালেও ১ নম্বর ব্লকের মাথ পালা এলাকায় গাজার জমি থেকে গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভিন রাজ্যের কারা এই চাষের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।