|
---|
লুতুব আলি, নতুন গতি : কলা নবগ্রাম সার্কেলে প্রতিবন্ধী দিবস। পূর্ব বর্ধমান জেলার কলা নবগ্রাম সার্কেলে অনুষ্ঠিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসের উদ্বোধন করেন কলা নবগ্রাম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সৌম্য মন্ডল মহাশয়। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯২ সালের ৩ ডিসেম্বর থেকে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তথা শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ও মর্যাদা দিতে এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। বিশ্ব প্রতিবন্ধী দিবসের ২০২৫ এর থিম হল: একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে প্রসারিত করা মর্যাদা দেওয়া। নতুন বছরের এই থিম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রেরণা যোগাবে। বিশেষ চাহিদা পণ্য ব্যক্তিদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য এদিন কলা নবগ্রাম চক্রে বিশেষ্য চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত বৈশিষ্ট ব্যক্তিরা বিশ্ব প্রতিবন্ধী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বয়স অনুযায়ী তিনটি ভাগে ভাগ করে ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগীদের সান্তনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিক্ষক বিকাশ ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডুকেশন সুপারভাইজার সুদীপ্তা দেবনাথ, কলা নবগ্রাম সার্কেলের বিশিষ্ট শিক্ষক মোঃ জাহাঙ্গীর, দুই স্পেশাল এডুকেটার পার্থ বিশ্বাস, দুলাল বর্মন প্রমুখ। সেদিনের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অসীম বিশ্বাস। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে।