|
---|
লুতুব আলি : কলা নবগ্রাম সার্কেলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে অবসরদের সম্বর্ধিত করা হল। পূর্ব বর্ধমানের গলা নবগ্রাম সার্কেলে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষভাবে সম্বর্ধনা দেয়া হল। এই সার্কেলের শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। স্বাগত ভাষণ দেন কলা নবগ্রাম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মন্ডল। রাজ্য তথা সমগ্র দেশব্যাপী যখন শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ অবদানের জন্য শিক্ষারত্ন বা জাতীয় শিক্ষকের অনেকে আজ মর্যাদা পাচ্ছেন। এরই সন্ধিক্ষণে করোনা অজ্ঞান সার্কেলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে পাঁচ জন অবসর গ্রহণ করা শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধিত করা হল। সুভাষচন্দ্র মন্ডল, রঞ্জিত দত্ত, রাতি পাল, অনিল দাস, কালিপদ টুডু দের সংবর্ধিত করা হয়। এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা সম্বর্ধিত হয়ে ভীষণ খুশি হয়েছেন, এ ব্যাপারে তাঁরা কলা নবগ্রাম সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকা দের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন প্রাক্তন জেলা জজ বিশ্বনাথ কোনার, রসুলপুর বি এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ড. সুখেন্দু সাঁই, শ্যামাপ্রসাদ রায়, করে নবগ্রাম সার্কেলের তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি মোঃ জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন শিক্ষক তথা বিশিষ্ট সংগীত শিল্পী বিকাশ ভট্টাচার্য, শিক্ষিকা কুহেলি চট্টরাজ, ছাত্রী মোহনা চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা নাজিমা খাতুন, খুশি চক্রবর্তী, ঐশানি বন্দোপাধ্যায়। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রী চৈতালি কর্মকার ও সায়ন্তনী কর্মকার।