কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রি-রিপাবলিক ডে প্যারেড ক্যাম্প সমাপনী অনুষ্ঠান

ফারুক আহমেদ : দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের দশ রাজ্যের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রি-রিপাবলিক ডে প্যারেড ক্যাম্প শুরু হয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মানসকুমার সান্যাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান অধ্যাপক নিলীমেশ রায়চৌধুরী। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে দশদিনের এই ক্যাম্পের আয়োজন হয়েছিল। যৌথভাবে এর আয়োজন করেছিল কল্যাণী বিশ্ববিদ্যালয় ও রিজিওনাল ডাইরেক্টরেট অফ এন এস এস, কলকাতা।

    উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের দশটি রাজ্য থেকে ২০০ জন ছাত্রছাত্রী ক্যাম্পে অংশগ্রহণ করেছিল। এই দশটি রাজ্য হল, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও অসম। ছাত্রছাত্রীদের সঙ্গে কুড়িজন শিক্ষক এসেছিলেন। ক্যাম্প প্যারেডের প্রশিক্ষণ চলে দশ দিন। শুক্রবার ২৫ নভেম্বর সমাপ্তি অনুষ্ঠান আয়োজন ছিলো। বেছে নেওয়া হবে এনএসএস-এর ভলান্টিয়ারা প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

    সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা।

    ১০ প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল।