|
---|
কলকাতা বিমানবন্দরে করোনা ভাইরাস সন্ধেয়ে আটক দুই
নতুন গতি,ওয়েব ডেস্ক:কলকাতাতে এবার ঢুকেই পড়ল নোভেল করোনাভাইরাস। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে ব্যাংকক থেকে একটি বিমান অরতরণ করে, সেই বিমানের ২ জন যাত্রীর করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে স্ক্যানারে। বলে জানা যায়, সেখান থেকে তাদের সরাসারি বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, থার্মাল স্ক্রিনিং-এ ২ যাত্রীর করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। তাদের সরাসরি বেলেঘাটা আইডি-তে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, তাদের করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।