|
---|
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আগামী ৩০ জানুয়ারি ২০২৩ থেকে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে গিল্ডের তরফ থেকে বইমেলার দিনক্ষণ ঘোষণা করা হয়। প্রতিবছরের মতো এ বছরও সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলা অনুষ্ঠিত হবে। এবারের থিম কান্ট্রি স্পেন। এর আগে ২০০৬ সালে কলকাতা বইমেলার থিম হয়েছিল কান্ট্রি স্পেন। স্বাভাবিকভাবেই বইমেলার দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় খুশির জোয়ার বই প্রেমীদের। প্রতিদিন বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলবে। করুণাময়ী থেকে বাস পাওয়া যাবে বইমেলা যাওয়ার ক্ষেত্রে।