|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি: কলকাতায় বসে ভুয়ো কল সেন্টার খুলে লন্ডনের নাগরিকদের প্রতারণার জালে ফাঁসিয়ে ব্যবসা চালাচ্ছিল একটি চক্র। সেই চক্রের চাঁই সহ সব সদস্যকে সম্প্রতি গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগ। এক ধাক্কায় কিনারা হয় লন্ডনে নথিভুক্ত হওয়া ২৩ হাজার প্রতারণা-মামলার।
কলকাতার নগরপাল শ্ৰী অনুজ শর্মাকে আগেই ফোনে ধন্যবাদ জানিয়েছিলেন লন্ডন পুলিশের কর্তারা। আজ লন্ডনের পুলিশ কমিশনার লিখিত ধন্যবাদ জ্ঞাপন করলেন কলকাতার নগরপালকে।