কলকাতা ফেডারেশন ময়দানে শুরু হলো গ্রাহাম শিল্ড ফুটবল টুর্নামেন্ট -২০২৪

শেখ সিরাজ : গত ২২ শে আগস্ট ২০২৪ বৈকাল ৩:৩০ ঘটিকায় কলকাতার” ফেডারেশন ময়দানে” অনুষ্ঠিত হয়ে গেলো ১৬ দলীয় *গ্রাহাম শিল্ড ফুটবল টুর্নামেন্ট*। এটি একটি অতি প্রাচীন এই ফুটবল টুর্নামেন্ট এবং এটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন কলকাতা ফুটবল ফেডারেশন। এটি মূলত ইন্টার সরকারি অফিস ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ নিয়েছিল কলকাতা পুলিশ ডাইরেক্টর বনাম দমদম অর্ডান্যান্স ফ্যাক্টরি, । দুই দলের মধ্যে মরণ প্রাণ লড়াইয়ের পরিশেষে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাব দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরি কে ০১-০০ গোলে পরাজিত করে এবং দ্বিতীয় অর্ধে এই জয়সূর্যক গোলটি করেন কলকাতা পুলিশের খর্বাকৃতি খেলোয়াড় পাপ্পু সর্দার। দলের অধিনায়ক রাজিব মুর্মুর অত্যন্ত পারদর্শিতার সঙ্গে পুলিশ টিমকে নেতৃত্ব দেন । দলের ম্যানেজার ছিলেন অরুণ হেমরম ,প্রধান কোচ অরুন দাস ,ও সহকারী কোচ ছিলেন অয়ন মজুমদার। পুলিশ দলের অন্যতম সুদক্ষ সংগঠক এবং দলের খেলোয়াড় ছিলেন হুগলী জেলার রিষড়ার বাদল বর্মন । তিনি কলকাতা পুলিশ ডাইরেক্টরের অধীনে চতুর্থ আরক্ষা বাহিনী,( সিএ.পি. ক্যাম্প বিধাননগর) কার্যালয় কর্মরত। বাদল বর্মন কে ফুটবল ও হকি ছাড়াও সাহিত্য সংস্কৃতি ও কবিত্বের সুমধুর ছন্দের অপার সৃষ্টির নিয়ে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।