কলকাতার হৃদয়পুরে ছন্দ শ্রী নৃত্যশিক্ষা কেন্দ্রের রবীন্দ্র স্মরণ

লুতুব আলি, ১১ মে : কলকাতার হৃদয়পুরে ছন্দ শ্রী নৃত্যশিক্ষা কেন্দ্রের রবীন্দ্র স্মরণ কলকাতার হৃদয়পুরে অনুষ্ঠিত হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী। উদ্যোগ : ছন্দ শ্রী নৃত্যশিক্ষা কেন্দ্র। এক্কেবারে ঘরোয়া পরিবেশে রবীন্দ্র প্রণাম। ছন্দ শ্রী নৃত্যশিক্ষা কেন্দ্রের কর্ণধার নবনীতা মন্ডল অকৃত্রিম ভাবে সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানের প্রারম্ভে অকৃত্রিমভাবে হাতে তৈরি করা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্য দানের প্রয়াস এক অভিনব আঙ্গিক বলে অনেকে মন্তব্য করেন। নবনীতা মন্ডল বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় রবীন্দ্রনাথের লেখনী নিয়ে আরও বেশি করে চর্চা করা দরকার। ছন্দশ্রী নৃত্যশিক্ষা কেন্দ্রের বৈশিষ্ট্য হলো : প্রতিটি অনুষ্ঠানের উপযোগী প্রতিকৃতি এখানকার ছাত্র-ছাত্রীরা তাদের নিজের হাতে তৈরি করে পারফরমেন্স করে। চন্দ্র শ্রী র শুভাকাঙ্ক্ষী কবি নীলাঞ্জনা চক্রবর্তী বলেন, নবনীতা মন্ডল একজন গুণী মেয়ে। সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বৃহত্তর কলকাতায় নবনীতার মত আদর্শের আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানে গান কথা নৃত্যের মাধ্যমে রবীন্দ্রনাথকে নিয়ে এক আলোকিত বর্ণময় সন্ধ্যার উপহার দিল ছন্দ শ্রী।