কলকাতায় কড়েয়া রোডের সুফি সম্মেলন

সংবাদদাতা,কলকাতা : অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানসীন কাউন্সিল (এআইএসএসসি)’র উদ্যোগে কলকাতার কড়েয়া রোডের একটি হোটেলে অনু্ষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সুফি সম্মেলন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউন্সিলের চেয়ারম্যান তথা হযরত খাজা গরীব নওয়াজ (রহ.)-এর দরগাহের নায়েব দীউয়ান হযরত সৈয়দ নাসিরুদ্দিন চিশতী। তিনি বলেন, যুগ যুগ ধরে দেশে সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করলেও বর্তমান ভারতে সেই সম্প্রীতিতে কোথাও যেন ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সুফিবাদ হল একমাত্র পথ, যা শান্তি ও সম্প্রীতির কথা বলে’। দেশে শান্তি ফিরিয়ে আনতে তাই তিনি সকলকে সুফিবাদের প্রতি আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানেই অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশীন কাউন্সিল (এআইএসএসসি)’র পশ্চিমবঙ্গ শাখার সভাপতি নিযুক্ত হন মেদিনীপুর খানকাহ শরীফ এ কাদেরিয়া ও চিশতিয়া ও কলকাতা দায়রা শরীফের নায়েব সাজ্জাদানসীন পীরজাদা অধ্যাপক ড. সৈয়দ একবাল শাহ আলকাদেরী। কাউন্সিলের চেয়ারম্যান নাসিরুদ্দিন চিশতি তাঁকে এই দায়িত্ব দেন। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুবাটি মেজো হুজুর দরবার শরীফের সাজ্জাদানসীন হজরত সৈয়দ তাফহিমুল ইসলাম, হোরপুর দরবার শরীফের গদ্দীনশীন হজরত সৈয়দ মুনিরুল ইসলাম সহ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন আলোচনা সভা শেষে ইফতার মজলিসও অনুষ্ঠিত হয়।