কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে বই প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন

লুতুব আলি, ২৯ এপ্রিল :  সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকা ও লেখনি সাহিত্যচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বই প্রকাশ, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা। অনুষ্ঠানের প্রারম্ভে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার সম্পাদক দীপঙ্কর বর্মন। এই অনুষ্ঠানে একইসঙ্গে চারটি বই তিনটি যৌথ সংকলন ও একটি একক সংকলন প্রকাশিত হয়। উল্লেখ্য, দীপঙ্কর বর্মন সম্পাদিত আনন্দ বার্তা সংকলন, মল্লিকা চক্রবর্তীর সম্পাদিত ষোল কলা সংকলন, রঞ্জিত কুমার পরিয়া সম্পাদিত লিটল বয় সংকলন, আব্দুস শুকুর আলী মল্লিকের একক সংকলন মনি মুক্তার খোঁজে সাড়ম্বরে প্রকাশ হয়। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক ও সাহিত্য প্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি: লেখনি সাহিত্য পত্রিকার সম্পাদক রঞ্জিত কুমার পড়িয়া, মন কলম সাহিত্য পত্রিকার সম্পাদিকা অর্পিতা কামিল্যা, মানষ লোক পত্রিকার সম্পাদক মনিকাঞ্চন মন্ডল, বিশ্ব বঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, প্রত্যুষা সাহিত্য পত্রিকার সম্পাদিকা ডালিয়া রায়, পাখির ডাকে ভোর হলো সম্পাদিকা মিঠু চক্রবর্তী, যশ সাহিত্য পত্রিকার সম্পাদক তনময় যশ, বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক সুশান্ত ঘোষ, আমি যে কে তোমার পরিবার সম্পাদিকা সোমা কর, সিন্ধু সাহিত্য পত্রিকার সম্পাদক গজেন মন্ডল, মুক্তধারা সাহিত্য পরিষদ সম্পাদক প্রফুল্ল কুমার মন্ডল, স্বপ্ন মায়া হিংলা সাহিত্য চর্চা সম্পাদিকা স্বপ্না ব্যানার্জি, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার পয় রা,শান্তি সুধা মল্লিক,রবিউল গনি, আনারুল ইসলাম প্রামানিক, সৃজিতা ভট্টাচার্য, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি প্রমুখ। দীপঙ্কর বর্মন জানান, সাহিত্য অনুরাগীদের পিপাসা মেটাতে বস্তুতপক্ষে বিরল অনুষ্ঠান বললেও ভুল হবে না। স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি বলেন এখান থেকে সম্মাননা পেয়ে অভিভূত হয়েছি।