|
---|
নিজস্ব সংবাদদাতা : শিক্ষক চেখে দেখার পরেই মিড ডে মিলের খাবার মুখে তুলবে পড়ুয়ারা। মিড ডে মিলের খাবারে চাই শিক্ষকদের শংসাপত্র। শিক্ষা দফতরে এমনই প্রস্তাব পাঠাবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
পুর পরিষেবা তো বটেই, এবার স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে সরাসরি ফোন টক টু মেয়রে। ফোন ধরলেন স্বয়ং মেয়র। মিড ডে মিলের খাবারের গুণগতমান নিয়ে টক টু মেয়রে ফোন করে উষ্মা প্রকাশ করেন এক নাগরিক। মেয়রের কাছে তিনি দাবি করেন, মিড ডে মিলের খাবারের মান পরীক্ষা করাতে। অভিযোগ শুনে মেয়র ফিরহাদ হাকিম জানালেন, শিক্ষকেরাই প্রথম চেখে দেখবেন পড়ুয়াদের খাবার।টুক-টু-কেএমসি অনুষ্ঠানে ফোন করেন ৬১ নম্বর ওয়ার্ডের এলিয়ট রোড থেকে এক বাসিন্দা। এক মহিলা মেয়রকে জানান, যদি স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার আগে টেস্ট করানো যায়, তাহলে খুব ভালো হয়। বাবা মায়েরা চিন্তা মুক্ত হতে পারেন। পাশাপাশি তিনি ফুড কোয়ালিটি টেস্ট করার জন্যও পরামর্শ দেন। তার এই পরামর্শকে রাজ্যের শিক্ষা দফতরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের র পাশেই বসেছিলেন মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা। মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহাকে ফিরহাদ বলেন, যেন ছাত্রছাত্রীদের খেতে দেওয়ার আগে প্রতিদিন মিড ডে মিল শিক্ষক শিক্ষিকারা খেয়ে দেখেন। খেয়ে দেখার পর যদি তিনি সন্তুষ্ট হন, তবেই তারা যেন খাতায় সই করে জানিয়ে দেন যে, মিড ডে মিলের খাওয়ার খেয়ে তারা স্যাটিসফায়েড।
উল্লেখ্য, সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে বারবার অভিযোগ ওঠে। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। বেশ কিছু জায়গায় খাবার তৈরির কাঁচামালের গুণগত মান ও অত্যন্ত খারাপ।জেলায় জেলায় এমন ঘটনা প্রায়শই ঘটে। জেলার মতো এবার কলকাতাতেও মিড ডে মিলের খাবার নিয়ে নাগরিকদের থেকে অভিযোগ এল টক টু মেয়র-এ। অভিযোগকারীর পরামর্শ মতো খাবার পরীক্ষা করার বিষয় স্কুল শিক্ষা দফতরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন ফিরহাদ হাকিম।