|
---|
নবাব মল্লিক, কলকাতা : ঘড়ির কাঁটা তখন ৮.৩০ ঠাকুরপুকুর বাজারের কাছে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট হঠাৎ দেখতে পান এক যুবতী উদভ্রান্তের মত তার দিকে এগিয়ে আসছেন, চোখ ছলছল। কি হয়েছে তা জিগ্যেস করে তিনি জানতে পারেন সুষ্মিতা সামন্ত নামক যুবতীর চাকরির ইন্টারভিউ ছিল সল্টলেকে। ডায়মন্ড হারবার থেকে বাসে উঠেছিলেন তারা। ধাক্কাধাক্কিতে ঠাকুরপুকুরের কাছে বাস থেকে নামতে বাধ্য হন। সেসময় তার পিঠ থেকে ব্যাগ খুলে যায়। ব্যাগে ছিল টাকা, মোবাইল, এবং সমস্ত পরীক্ষার মার্কশিট, সারটিফিকেট। বাস কন্ডাকটার সেসব পরোয়া না করে বাসটিকে চালানোর নির্দেশ দেন।
এদিকে কর্মরত ট্রাফিক সারজেন্ট বিজয় বাগচী ঘটনাটি জেনেই খবর দেন ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডে। অভিযোগ পেয়েই ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। খবর পাঠানো হয় ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডে। বাসটিকে দেখা মাত্র আটকানোর নির্দেশ দেওয়া হয়।কিছুক্ষনের মধ্যেই ১৪ নং বাসস্টান্ডে বাস আটকান কনস্টেবল অরূপ দে।খবর পেয়েই সুষ্মিতা সামন্তকে নিয়ে বিজয় বাগচী পৌঁছে যান ঘটনা স্থলে উদ্ধার হয় ব্যাগটি।