কলকাতার প্রাথমিক বিদ্যালয়ে চলছে ‘পঠন উৎসব’ 

সম্প্রীতি মোল্লা,কলকাতা : চলতি সপ্তাহে কলকাতার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চলছে পঠন উৎসব।  কোয়েস্ট মল নিকটস্থ ‘শিশু বিদ্যাপীঠ’ প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হল ‘পঠন উৎসব’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্র  ১৭ এর অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর মজুমদার মহাশয়, শিক্ষাবন্ধু শ্রীমতী ঊর্মিলা সেন মহাশয়া সহ এলাকার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাবৃন্দ। এছাড়া অভিভাবক অভিভাবিকা এবং ঐ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকার উপস্থিতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পঠন উৎসব’ টি  আনন্দমুখর অনুষ্ঠানের রূপ নিয়েছিল। এই বিদ্যালয়ের শিশুরা খুবই আনন্দিত। মনোরম পরিবেশে শিশু দের এই স্বতঃস্ফূর্ততাই বিদ্যালয়ের সাফল্যের চাবিকাঠি। এই শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রচেষ্টা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে ।অপর দিকে মানদা সুন্দরী ব্রহ্ম  প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত পঠন এর মাধ্যমে লেখা পড়ার সু অভ্যস গড়ে তোলার লক্ষ্যে   পঠন মেলার আয়োজন করা হয়েছিল।এই মেলায় উপস্থিত ছিলেন ১৭ নং  চক্র এর অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর কুমার মজুমদার,আদর্শ বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রী মোতি  সোমা চক্রবর্তী,পদ্ম পুকুর ইনস্টিটিউশন   এর শিক্ষক শ্রী মলয় বোস প্রমুখ।আয়োজন  করা  হয়েছিল ক্ষুদে পড়ুয়াদের হাতের কাজের প্রদর্শনী।সকলের উপস্থিতি পঠন উৎসবের প্রয়াস সার্থকতা লাভ করেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।