কলকাতা প্রেস ক্লাবে সাহসি সাংবাদিকের পুরস্কার পেলেন ধৃতরাষ্ট্র দত্ত

:নিশির কুমার হাজরা! কলকাতাঃগণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল গণমাধ্যম। কিন্তু, সত্যপ্রকাশ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে , বারবার আক্রান্ত হচ্ছেন,খুন হচ্ছেন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক থেকে খোদ সম্পাদক পর্যন্ত। ব্যাতিক্রম নয়, উত্তর ২৪ পরগনা জেলাও। অতীতে বারবার এই আক্রমণ নেমে এসেছে। সাম্প্রতিক, জেলা সদর বারাসতে থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজ্যের শাসকদলের অতি উৎসাহী কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক- চিত্র সাংবাদিকরা।

    সেই রেশ কাটতে না কাটতেই বারাকপুর আদালত চত্বরে ভুয়ো আইনজীবীর কীর্তি ফাঁস করতে সাহসী পদক্ষেপ নেওয়ায় সেই আইনের পোশাকপরা মাফিয়া ডন রাজু সাউ,সিকান্দার আনসারি ওরফে সোনু,সোমনাথ গাঙ্গুলী,তিতলি সরকার সহ কতিপয় দুর্বৃত্তদের হাতে চরম নিগৃহীত ও রক্তাক্ত হয়েছিলেন আদর্শ তিতুমীর পত্রিকা ও সংবাদ তিতুমীর-এর সম্পাদক-সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত সহ আরও দু’জন সাংবাদিক।মারাত্মক ভাবে জখম হয়েও আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক-সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত থেমে যায়নি। থেমে যায়নি ধৃতরাষ্ট্র দত্তের প্রতিবাদী কলম✒তারই স্বীকৃতি স্বরূপ “বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি” আজ কলকাতা প্রেস ক্লাবে সাহসি সাংবাদিক হিসেবে আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক-সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্তকে সংবর্ধনা প্রদান করা হয় বলে সূত্রের খবর।

    সাংবাদিকদের স্বার্থে জোরালো বক্তব্য রাখেন সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। যা উপস্থিত শতাধিক সাংবাদিকের মনের কথা।তাই উপস্থিত সাংবাদিক বন্ধুরা বারে বারে হাততালি দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত সাংবাদিকরা বারাকপুর আদালতের ভূয়া আইনজীবি চক্রের পান্ডাদের গ্রেফতারের দাবীও জানান বলে জানা গেছে।