কলকাতা প্রেসক্লাবে বিদ্যাসাগরের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন হল।

লুতুব আলি : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি বাংলার শিক্ষক দিবস হিসেবে পালন করলো পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক গাছ কাকু নামে খ্যাত চন্দ্রনাথ বসু। শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় অথচ বর্ণপরিচয় এর জনক বিদ্যাসাগর না থাকলে বাংলা বা বাঙালি জাতির অভ্যুত্থান হওয়া দুষ্কর হতো বলে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসুর অভিমত। বিদ্যাসাগরের জন্মদিন স্মরণের মাধ্যমে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বাংলার দিকপাল ব্যক্তিত্ব থেকে শুরু করে মাটির কাছাকাছি তৃণমূল স্তরের বেশ কিছু গুণীদের সম্বর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী বলেন, সংগঠনটির অভিনব প্রয়াস মনকে ছুঁয়ে যায়। অনুষ্ঠানের বিদ্যাসাগর রত্ন দেওয়া হয় আট জনকে। তাঁরা হলেন, বিশিষ্ট কবি ও লেখক ডঃ রঞ্জিত দাস, বিশিষ্ট কবি ও শিক্ষা অনুরাগী ও সাহিত্যিক ড: সুজিত কুমার বিশ্বাস, বিশিষ্ট কবি ও শিক্ষিকা এবং বাচিক শিল্পী ডঃ সিমা রায়, বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী সব্যসাচী কোনার, বিশিষ্ট কবি, শিক্ষক ও সমাজসেবী মানব মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি ও শিক্ষক এবং লেখক পার্থপ্রতিম মন্ডল, বিশিষ্ট কবি, শিক্ষক ইতিহাস গবেষক ও লেখক বিপুল কুমার ঘোষ, বিশিষ্ট কবি ও শিক্ষিকা লেখিকা মৌসুমী লাহিড়ী। সমাজ সংস্কারক বিদ্যাসাগর সম্মাননা দেয়া হয় পাঁচ জনকে। তাঁরা হলেন বিশিষ্ট কবি ও লেখক অমিত কুমার সাহা, বিশিষ্ট কবি ও চিকিৎসক, শিক্ষক, লেখক, তবলা বাদক ও গায়ক মধুসূদন বাগ, বিশিষ্ট কবি ও সমাজসেবী মহাদেব দোলুই, বিশিষ্ট কবি ও শিক্ষক অশোক চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শফিকুল আলম। বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জন ক সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট কবি ও লেখিকা সুলতা পাত্র কে। বিদ্যাসাগর নারী মুক্তি সম্মান দেওয়া আটজনকে। তাঁরা হলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সমাজসেবী মুকুল চক্রবর্তী, বিশিষ্ট কবি ও সমাজসেবী পৃথা গাঙ্গুলী, বিশিষ্ট কবি, সমাজসেবী ও বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী, বিশিষ্ট কবি ও শিক্ষিকা স্বাগতা চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও শিক্ষিকা অত্রি কর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অর্পিতা কামিল্যা, বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী অধ্যাপিকা মহুয়া দে ঘোষ, বিশিষ্ট বাচিক শিল্পী ও সমাজসেবী রাখি ব্যানার্জি। বর্ণপরিচয় সম্মাননা দেয়া হয় ফ্ল্যাগ ম্যান নামে খ্যাত বিশিষ্ট সমাজসেবী ও পতাকা সংগ্রাহক প্রিয় রঞ্জন সরকার ও বিশিষ্ট কবি এবং চিত্রশিল্পী কিরণ দাস।