|
---|
রামিজ আহমেদ : সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্রই বিদ্যমান । গ্রামের পথশিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান, বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক যাদের অন্যতম প্রধান মঞ্চ হিসেবে পথকেই বিবেচনা করা যেতে পারে।শহর কলকাতা এই মিউজিক ফেস্টিভ্যালের আগের দুটি সিজনের সাক্ষী ছিল ২০২০, ২০২১ সালে। সুদীপ্ত চন্দ এই অনুষ্ঠানের মূল আয়োজক, সঙ্গী ছিলেন সোমা দাস, লন্ডনের একজন এনআরআই সঙ্গীতশিল্পী। এই বছর ২৪ ডিসেম্বর,২০২২ তারিখে তৃতীয় সিজনটি শহরে স্পাইসেস এন্ড সসেস (ICCR আউটলেট) পালিত হবে। সঙ্গীতশিল্পীদের গ্রাম থেকে শহরে যারাই রাস্তায় পারফর্ম করেন তারা এই উদ্যোগের অংশ।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ২৪ ডিসেম্বর, ২০২২-এ কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি এর নিবেদক। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি, সোমা দাস, ড্যাফোডিল ইনকর্পোরেটের সহযোগিতায় সুদীপ্ত চন্দ এর এ এক অনন্যসাধারণ উদ্যোগ।পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান এবং তাঁর বন্ধুদের নিয়ে হাজির হবেন, থাকবেন শহরের দুই যুবক সৌরজ্যোতি- কৃষ্ণেন্দু যারা রাস্তায় বেহালা ও গিটার বাজান,স্ট্রিট মিউজিক করেন, তাঁদের দলের নাম “থার্ড স্টেজ”, জাতীয় পুরস্কার বিজয়ী পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের সাথে নূরউদ্দিন চিত্রকর শোনাবেন পটে দেবী দুর্গার গান, সুবল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল আসবেন দুর্গার পরিবার নিয়ে, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা পঞ্চ কবির গান পরিবেশন করবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরিত্র সানি মুখার্জি, সুরিন্দম মুখার্জি যথাক্রমে লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, কেকে এর স্মৃতিতে গানে,গানে বিশেষ শ্রদ্ধা নিবেদন করবেন,শৌভিক মুখোপাধ্যায় সেতারে গানের ধুন পরিবেশন করবেন, ঋত্বিক মাইতি শোনাবেন পাশ্চাত্যের গান পাশাপাশি আরও অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।সুদীপ্ত চন্দ জানালেন, “এটি সেইসব সঙ্গীতশিল্পীেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব, বরং এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। “