কলকাতায় পতঞ্জলি মহিলা মহাসম্মেলনের উদ্বোধন করলেন রামদেব।

লুতুব আলি, ২৯ এপ্রিল : কলকাতার আনন্দপুর এ অনুষ্ঠিত হলো মহিলা পতঞ্জলি মহাসম্মেলন। হরিদ্বার থেকে সরাসরি ভার্চুয়াল এ মহিলা পতঞ্জলির মহাসম্মেলন এর উদ্বোধন করলেন স্বয়ং রামদেব জী। আনন্দপুরের রামচন্দ্র মিশন হেরিটেজ স্কুলে মহিলা মহা সম্মেলনের আয়োজক ছিল : মহিলা পতঞ্জলি যোগ সমিতি কলকাতা, পশ্চিমবঙ্গ পতঞ্জলি যোগ সমিতি ভারতসাভিমান, যুব ভারত পতঞ্জলি কিষান সেবা সমিতি। এই সম্মলেনের প্রারম্ভে স্বামী রামদেব জী ও পুজ্যা সাধ্যি দেবো প্রিয়া জী এই মহিলা সম্মেলনের সাফল্য কামনা করেন ও আশীর্বাদ দেন। পুরুষ শাসিত ভারত সমাজে নারীদের ভূমিকা যে অপরিসীম সেই ব্যাপারে রামদেব জী মহিলা পতঞ্জলির একটি শাখা গড়ে তুলেছেন। পতঞ্জলি পরিবার মনে করে : মাতৃ শক্তি ভগবতীর রূপ। মাতৃ শক্তির দ্বারা পরিবার সমাজ,জাতি হয়ে ওঠে সংস্কৃতিবান এবং মা হলেন ঘরের সৌভাগ্য। যোগ,আয়ুর্বেদ,স্বদেশী শিক্ষা এবং স্বদেশী চিকিৎসা ইন্ট্রি গ্রেটেড থেরাপি পাঠের সঙ্গে সমগ্র পৃথিবীব্যাপী মহিলা পতঞ্জলির আদর্শকে সম্প্রসারণ ঘটাতে বধ্য পরিকর পতঞ্জলি পরিবার। এই মহিলা সম্মেলনে পৌর হিত্য করেন হরিদ্বার থেকে আগত রামদেব জির স্নেহধন্না শিস্যা আচার্য সাধি দেবপ্রিয়া জি। মহাসম্মেলনে ১১ টি জেলা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত দাভিমান পতঞ্জলি হরিদ্বার থেকে আগত মুখ্য কেন্দ্র প্রভারী শ্রী রাকেশ কুমার জি। রামচন্দ্র মিশন হেরিটেজ স্কুলের সিইও টিকে আগ্রবাল, মহিলা পতঞ্জলি রাজ্য প্রভারি মহামায়া রায়, বিএসটি রাজ্য প্রভারি শিবনারায়ণ দে। মহাসম্মেলনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য সোশ্যাল মিডিয়া প্রভারী রঞ্জিতা সাহা।