‘ছেঁড়া জিনস পরে আসা যাবে না’ , কলেজের পোশাক ফতোয়ায় বিতর্ক কলকাতায় !

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : কর্ণাটকের পর এবার পশ্চিমবঙ্গের কলকাতা । কলেজের পোশাক ফতোয়ায় বিতর্ক ! ছেঁড়া জিনস পরে কলেজে আসা যাবে না। আদেশ অমান্য করলেই নোটিসে টিসি দেওয়ার হুশিয়ারি। নাকি এমনই নোটিস দেওয়া হয়েছে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে । আর কলেজের এই পোশাক ফতোয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক ।

    এই ঘটনার সঙ্গে কর্ণাটকের হিজাব বিতর্কের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই । জানা গিয়েছে, ছেঁড়া পোশাক বিশেষত ছেঁড়া জিনস পরে কেউ যাতে কলেজে না আসেন সেই মর্মে একটি নোটিস কলেজের দেওয়ালে সাটানো হয়েছে । কলেজ কর্তৃপক্ষের মতে ছেঁড়া জিনস বা এই ধরনের পোশাক রুচিসম্মত নয় । তাই এই ধরনের পোশাক পরে কলেজে আসা যাবে না । কেউ এই নির্দেশ অমান্য করলে তাকে টিসি দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নোটিসে । নোটিসের নিচে দেখা যাচ্ছে অধ্যক্ষের স্বাক্ষর ।

    কলেজের দেওয়ালে সাটানো এই নোটিস দেখার পর রীতিমত ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা । অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক । যদিও এই নোটিস আদৌ কতটা সত্য সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।