কোলকাতায় সম্মাননা পদক পেলেন বাংলাদেশের কবি কাজী নূর।

এম এস ইসলাম,কোলকাতা : মানভূমের ভাষা আন্দোলন ও পুরুলিয়ার বঙ্গভুক্তি দিবস পালন উপলক্ষে ভারতের কোলকাতার নন্দনে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা অর্জন করলেন যশোরের সন্তান ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) এর কার্যনির্বাহী সদস্য কবি কাজী নূর। কাজী নূর বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কবিতা চর্চায় বিশেষ অবদান রাখায় আজ সন্ধ্যায় তাকে এ সম্মাননা প্রদান করে ‘বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

    অনুষ্ঠানের শুরুতে কাজী নূরকে কপালে চন্দনের ফোটা, ফুল আর উত্তরীয় পরিয়ে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেন আয়োজক কতৃপক্ষ। শিক্ষাবিদ কবি এবং গবেষক রবীন পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি সাহিত্যিক ছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত পন্ডিত মল্লার ঘোষ এবং তার স্ত্রী কবি মল্লিকা ঘোষ। আরও উপস্থিত ছিলেন কবি উত্তম চক্রবর্তী, বরুণ বন্দোপাধ্যায়, সুশীল কুমার রায়, সুমিত মহন্ত, দিব্যেন্দু শেখর বন্দোপাধ্যায়, সুমিত্রা পাল, মৌমিতা মুখার্জী, ব্রজকিশোর রজক প্রমুখ। এ সময় ভারতীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা কাজী নূরের স্বাক্ষাতকার গ্রহণ করেন।