|
---|
নিজস্ব সংবাদদাতা : ১২জুন ২০২২,রবিবার,কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। এদিন সেইসঙ্গে দেওয়াল পত্রিকা “সবুজ”-এর ও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় উপাচার্য ও বিভাগের প্রধান মাননীয় অধ্যাপিকা দেবযানী গুহ। এর পাশাপাশি মাননীয় উপাচার্য মহাশয়ের হাত ধরে উদ্বোধন হল Self-Defense Mechanism Skill-এর একটি বিশেষ প্রশিক্ষণের, যা এই বিভাগের ছাত্রীদের আত্মরক্ষায় স্বাবলম্বী করবে। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য মানস কুমার সান্যাল ও বিভাগীয় প্রধান মাননীয় অধ্যাপিকা দেবযানী গুহ, IQAC-র ডিরেক্টর মাননীয় অধ্যাপক নন্দ কুমার ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিভাগের অনেক প্রাক্তন অধ্যাপক ও অধ্যাপিকা। যিনি অনেক অমূল্য বই উপহার দিয়েছেন এই বিভাগের গ্রন্থাগারে। এদিন উপস্থিত ছিলেন এই বিভাগের প্রাক্তনী বিশিষ্ট অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ, যাঁরা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে নিজেদের কর্মকুশলতার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিদিন। সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন সার্বিক সার্থকতা পায়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিভাগের বর্তমান ছাত্র-ছাত্রীরা, বিভাগের বর্তমান ও প্রাক্তন গবেষক গবেষিকারা। এদিন প্রকাশিত হয়েছে ‘সম্প্রীতি (সংখ্যা ৭)’। পুনর্মিলন উৎসবের অংশ ছিল নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা-ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও অন্যান্য খেলা। এতে ছাত্র-ছাত্রী-গবেষকদের পাশাপাশি বিভাগের অধ্যাপিকা ও অধ্যাপকগণ সক্রিয় অংশগ্রহণ করেছেন।