|
---|
আজিজুর রহমান, গলসি : ৫ ই সেপ্টেম্বর মঙ্গলবার ছিল শিক্ষক দিবস। এদিকে প্রতি সপ্তাহে একদিন অঙ্কন ক্লাস। তাই ওইদিন আঁকাতে আসেননি শিক্ষক সৌমিত্র কুমার রায় ওরফে নয়ন রায়। বৃহস্পতিবার গলিগ্রামে অঙ্কন ক্লাস করাতে এসে ক্লাসের ক্ষুদে ছাত্র ছাত্রীদের আয়েজন দেখে আবেগে আপ্লুত হন তিনি। তার আসাকে ঘিরে এদিন ক্লাস রুমকে সুন্দর ভাবে সাজিয়েছে ক্ষুদে পড়ুয়ারা। তাছাড়া তাকে সম্মানিত করতে একটি উপহার তুলে দেন অঙ্কনের ছাত্রছাত্রীরা। জানাগেছে, গৃহ শিক্ষক নয়ন রায় অঙ্কের পাশাপাশি গানেরও তালিম দিয়ে থাকেন। পাড়া গ্রামের ছাত্র ছাত্রীরা বেশিরভাগ গরীব হওয়ায় তিনি একেবারে নুন্যতম বেতন নেন। কোথাও কোথাও বিনা বেতনও অঙ্কন প্রশিক্ষণ ও গানের তালিম দিয়ে থাকেন। এইদিন উপহার পেয়ে পড়ুয়াদের মানুষের মতো মানুষ হতে আশির্বাদ করেন শিক্ষক নয়ন বাবু।