|
---|
শুভদীপ পতি; কাঁথি: নিজেদের কাজের মাহাত্ম্যের জনা যাঁরা আজ প্রতিষ্ঠিত, সেই সকল মানুষদের জন্য পূর্ব মেদিনীপুরের “কন্টাই হ্যাপি টু হেল্প” অর্গানাইজেশনের পরিচালনায় কাঁথি মডেল ইনস্টিটিউশনে অনন্য সম্মান প্রদান ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজিত হয়।
এই অনুষ্ঠানে শ্রেয়ম আচার্য্য, বিষ্ণু মাইতি, সোহম কামিলা,অভিষেক নন্দী, সমীর পণ্ডা, ঋষি পণ্ডা, অংশুমান বেরা, জগন্নাথ প্রধান-কে নিজ নিজ ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য অনন্য সম্মানে ভূষিত করা হয়। এছাড়া বি.এম ফাইন আর্ট অ্যান্ড কালচার, সেঁজুতি, মন ও জীবন ও দিগন্ত সংস্থা গুলিকেও সমাজসেবা কর্মের জন্য অনন্য সম্মানে ভূষিত করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সম্পাদক কুলাই পদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জানা, চিত্ত মাইতি, সাধনেন্দু মিশ্র, গৌতম গিরি, অঞ্জনা প্রধান ,রামকৃষ্ণ পইড়া,অনিমেষ গিরি প্রমুখ।
চিত্রশিল্পী ও সমাজকর্মী বিষ্ণু মাইতি বলেন, অনন্য সম্মান পেয়ে আমি ভীষণ খুশি এবং তার থেকেও বেশি খুশি আয়োজক সংস্থার কর্মকাণ্ডের জন্য। আর এভাবেই যদি আমরা সবাই একটু একটু করে দায়িত্ব ভাগ করে নিই, তাহলে আগামীতে এক সুদিন অপেক্ষা করছে।
সংস্থার সম্পাদক শ্যামল জানা জানান, বিগত দিনে ৫০০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও একই ভাবে পাঠন পঠনে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে তাঁর সংস্থা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং নানান সামাজিক কাজে অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে শ্যামল জানা সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।