|
---|
সংবাদদাতা : হামদান মিশনে আল কোরআন একাডেমি লন্ডনের অনূদিত আরবী বাংলা কুরআন মাজিদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পাঠ করেন মিশনের সপ্তম শ্রেণীর ছাত্র সাউদ লস্কর। এ উপলক্ষে মিশনের ছাত্রদের মাঝে বাংলা অনুবাদসহ কুরআনের কপি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক সৈয়দ আকতার আলী সাহেব, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা দ্যা কোরআন স্টাডী সার্কেলের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, হাওড়া জেলা সম্পাদক মুহাম্মদ আরিফুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন মিশনের সহকারী সুপার মোঃ কারিমুল্লাহ লস্কর,এবং শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ আকতার আলী, “কোরআনের অর্থসহ পড়ার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং এর গভীর অর্থ উপলব্ধি করাও প্রয়োজন, যেন আমরা এর নির্দেশনা অনুযায়ী জীবন গড়তে পারি।” রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক কোরআনের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং কেন আমাদের কোরআন অনুবাদ করে পড়া উচিত, সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।
আরিফুল ইসলাম কোরআন নাযিলের উদ্দেশ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, “কোরআন মানুষের জন্য সর্বোত্তম জীবনপথ নির্দেশনা নিয়ে এসেছে, তাই এর শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে।”
অনুষ্ঠানের শেষাংশে মিশনের অ্যাসিস্ট্যান্ট সুপার মোঃ কারিমুল্লাহ লস্কর কোরআনকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে বর্ণনা করেন এবং সকলের জন্য মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন। পুরো প্রোগ্রামটি সুচারুরূপে পরিচালনা করেন মিশনের ছাত্র, ক্লাস এইটের শিক্ষার্থী হামজা ফেরদৌস।আল কোরআন একাডেমী লন্ডনের অনূদিত কোরআন হাতে পেয়ে সকল শিক্ষার্থী অনেক খুশি।