|
---|
সেখ সামসুদ্দিন,৮ মার্চঃ জামালপুর ব্লকের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জামালপুর ব্লক অফিসে কর্মনাশা বন্ধের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু গোস্বামী, সম্পাদক সুপ্রকাশ পাল সহ অন্যান্যরা। তাঁদের সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান। কৃষ্ণেন্দু বাবু বলেন ডিএ -র দাবি তাঁদেরও আছে কিন্তু এই পদ্ধতিতে তাঁরা বিশ্বাস করেন না। তাই কালকের বন্ধের তাঁরা বিরোধিতা করছেন এবং সরকারি প্রতিষ্ঠান চালু রাখার কথা বলছেন।