|
---|
মহ: মফিজুর রহমান, নতুন গতি : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমশ দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে ৩ হাজার ছাড়াল দৈনিক কোভিড গ্রাফ। ফলে আবার অতীতের সেই ভয়ংকর স্মৃতিতে কাঁপছে বাংলা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯ জন। আর এই সময়ে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ জন।
স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। এর পরেই রয়েছে কলকাতা। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩২ জন। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৪ জন। আর তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এছাড়া অন্যান্য জেলায় করোনা আক্রান্তের সংখ্যা – বীরভূমে ১৬৭ জন, পশ্চিম বর্ধমানে ১৫২ জন এবং পূর্ব বর্ধমানে ১৫০ জন। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন মোট ৫ জন। এর মধ্যে দার্জিলিংয়ে ২ জন, কলকাতায় ২ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ জন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাজ্যে পজিটিভিটি রেট ১৮.৯৫ শতাংশ। দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি করোনায় মৃত্যুর বাড়বাড়ন্তও চিন্তা বাড়াচ্ছে। ভাইরাসের বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। লাফিয়ে লাফিয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ায় অতীতের ভয়ংকর স্মৃতিতে কাঁপছে বাংলা।