করোনার দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ালো কেশপুর প্রশাসন

করোনার দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ালো
কেশপুর প্রশাসন

    আজিম সেখ,নতুন গতি:-করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।করোনা ত্রাস বিশ্বজুড়ে। রবিবার থেকে শুরু হয়েছে সারা দেশে লকডাউন। কয়েক ঘণ্টা শিথিল থাকার পর সোমবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। রুটি রোজগার বন্ধ।

    দিন আনে দিন খায় মানুষেরা খুব অসহায় অবস্থার মধ্যে আছে লকডাউনের ফলে। করোনার করালগ্রাস থেকে মুক্তি পেলে তবেই লকডাউন উঠবে কিন্তু গরীব অসহায় মানুষ খাবে কি । তাই অসহায় মানুষের পাশে দাঁড়ালো কেশপুর প্রশাসন। কেশপুর থানার ওসি সুবীর মাঝি ও বিডিও দীপক কুমার ঘোষ সহ সিভিক শেখ আলীপ হোসেন ও সাইদুল ইসলাম কেশপুর ব্লকের মুগবসান ও বাজুয়াড়া গ্রামের অসহায় নিঃস্ব পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যথাঃ চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ ইত্যাদি রবিবার দুপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেয় । এতে বেজায় খুশি ওই নিঃস্ব মানুষজন। এরকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।