বাজার ও রাস্তাঘাটে করোনা সচেতনতার প্রচার এবং মাস্ক- স্যানিটাইজার বিতরণ ‘আমার আশা ফাউন্ডেশনের

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : করোনা অতিমারিতে সাধারণ মানুষদের সচেতন করতে মহতী উদ্যোগ নিল ‘আমার আশা ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা । শুক্রবার অর্থাৎ আজ সংস্থার পক্ষ থেকে উত্তর ২৪ পরগণার অন্তর্গত পাঁচপোতা বাজার ও সুটিয়া বাজারে সকাল থেকে করা হল করোনা সচেতনতার মাইকিং প্রচার । পাশাপাশি বাজারে আগত মানুষদের মাক্স ও স‍্যানিটাইজার বিতরণ করা হয় ।

    আজকের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আমার আশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোসারফ মোল‍্যা, উত্তর চব্বিশ পরগনা জেলা কনভেনর ফিরোজ সরদার সাহেব, উত্তর চব্বিশ পরগনা জেলা শিক্ষা সেলের প্রধান মইদুল ইসলাম সাহেব, অজ্জেৎ পাঁড়, আলিনুর পাঁড় সহ অন‍্যান‍্য নেতৃত্ব বৃন্দ।

    সংস্থার চেয়ারম্যান মোসারফ মোল‍্যা বলেন, “আমরা এই ভয়াবহ করোনা আবহে মানুষ কে সচেতন করতে মাইক প্রচার মাক্স ও স‍্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে ময়দানে নেমে পড়েছি। ধারাবাহিক ভাবে আমাদের এই কর্মসূচি পালন করে যাবো।” সংস্থার কর্মকর্তাদের এই মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।