করােনা ভাইরাসের প্রচারে বীরভূমের আইনি সহায়করা।

আজিম সেখ,নতুন গতি, বীরভূম:- করােনা প্রতিরােধে জেলা জুড়ে প্রচারে। নেমেছেন বীরভূম জেলার আইনি সহায়করা। কোনও বিরতি না দিয়েই কাজ করছেন।জেলা আদালতের নিয়ন্ত্রণাধীন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনি সহায়করা। বােলপুর, সিউড়ি, রামপুরহাট সহ জেলার  শহর ও গ্রামাঞ্চলে চলছে প্রচার। হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। চলছে মাইকিং।

    রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের, হস্তীকাঁদা, সোয়াসা, সহ একাধিক গ্রামের বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেন চাইনা খাতুন ।


    এছাড়াও চাইনা খাতুন গ্রামে গ্রামে অডিও ক্যাসেট মারফত শোনাচ্ছে ডিস্ট্রিক লিগ্যাল
    সার্ভিসেস অথরিটির সচিব বিচারক দেবজ্যোতি মুখােপাধ্যায়ের সচেতনবার্তা। প্রচার। তা ছাড়াও প্রতিটি দোকানে দোকানে গিয়ে তিন ফুট অন্তর টেনে দিলেন বেশ কিছু গণ্ডি দাগ।


    বীরভূম জেলা জুড়ে চলছে এই আইনি সহায়ক চেতনা মূলক প্রচার যারা এই দায়িত্ব কর্তব্যের সঙ্গে পালন করছেন তারা হলেন চাইনা খাতুন , তহমিনা সুলতানা, সালাউদ্দীন, শিবদাস
    মণ্ডল,মহম্মদ রফিক,ইমাম হােসেন সহ অনান্যরা।