|
---|
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল পশ্চিমবঙ্গে
নতুন গতি ওয়েব ডেস্ক: কলকাতার আমরি হাসপাতালে দমদমের ৫৫ বছর বয়েসের এক বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ মার্চ ভর্তি হয়েছিলেন। অবশেষে আজ সোমবার দুপুরে তার মৃত্যু হয়।তবে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ছিল বলে জানাচ্ছেন চিকিৎসক।তবে সেই পরিবারের আরো তিন জনকে আইসোলেশনে রাখা হয়েছে।আমরি হাসপাতালে পক্ষথেকে স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে তার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে তার বডি পরিবারের কাছে তুলে দিয়া হবে না।গাইড লাইন মেনে তার বডি সৎকার, করা হবে বলে জানান। আর রাজ্যে আসার পর কোথায় আর কার সঙ্গে মিলেছে তাদের সম্পর্কে খোঁজ শুরু করেছেন স্বাস্থ্য দপ্তর।
এই মুহূর্তে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।