|
---|
সাহিন হোসেন,সাগরদিঘি,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় একের পর এক অনন্য নজির রেখে চলেছে জঙ্গিপুর পৌরসভা। কদিন আগে মুর্শিদাবাদ জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের অভাব দূরীকরণের জঙ্গিপুর পৌরসভার রক্তদান শিবিরের আয়োজন।এছাড়াও বিভিন্ন মানবিক উদ্যোগ যেমন করোনা পরিস্থিতিতে জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দেওয়া। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, হরলিক্স ইত্যাদি পৌঁছে দেওয়া।এভাবেই একের পর এক কাজ করে চলেছে। যার নেপথ্যে আছেন পৌরপ্রশাসক ও পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য সমীর পন্ডিতরা। একাজে হাত বাড়িয়েছেন সামসের সেখ, মোদাসসার হোসেন বাবু,আব্দুল লতিফ সহ একদল যুবক।
এবারে এই মহামারীতে করোনায় যারা মৃত শবদাহ সৎকার করেন তাদেরকে করোনা ভলেন্টিয়ার- এর সার্টিফিকেট প্রদান করা হল।প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দিলেন পৌরপ্রশাসক মোজাহারুল ইসলাম ।