করোনায় প্রয়াত বারাসাত জেলা আদালতের বিচারক সৌমেন্দ্রনাথ রায়

নতুন গতি নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদলতের বিচারক সৌমেন্দ্রনাথ রায়। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

    ৪৮ বছরের সৌমেন্দ্র ১৬ এপ্রিল শেষবার আদালতের কাজ করেছিলেন। তার দু’দিন পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ এপ্রিল এয়ারপোর্ট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। দিন সাতেক পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    জানা গিয়েছে, সৌমেন্দ্রর ফুসফুসে সংক্রমণ ভয়াবহ হয়ে উঠেছিল। এ ছাড়া ডায়াবিটিসের সমস্যাও ছিল তাঁর। হাওড়ার বাসিন্দা হলেও কাজের সূত্রে বারাসাতেই থাকতেন তিনি। তাঁর স্ত্রীও কলকাতা হাইকোর্টের আইনজীবী।

    সৌমেন্দ্রনাথ বাবুর আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার মুন্ডালিকা গ্রামে। তাঁর মেয়ে এখন একাদশ শ্রেণির ছাত্রী। তাঁর মৃত্যুতে পরিবার ও পৈতৃক নিবাস মুন্ডালিকাতে শোকের ছায়া নেমে এসেছে।