|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : করোনায় মৃত্যু হল উত্তর ২৪ পরগণার অন্তর্গত খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। রবিবার অর্থাৎ আজ সকালে বেলেঘাটা আইডি-তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ষষ্ঠদফা ভোটের আগের দিন সকালে করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের এই প্রার্থী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটার হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আজ সকাল পৌনে দশটায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন কাজলবাবু। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে ।