কথাশৈলীর বার্ষিক সাহিত্য সভা

আলিফ ইসলাম : ১২ মার্চ,বর্ধমানের কথাশৈলী পত্রিকার বার্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান জেলা গ্ৰন্থাগারে। সারাদিন ব্যাপী এই মহতী সাহিত্য সভায় সম্পাদিকা কল্পনা রায়, সভাপতি তাপস ভূষণ সেনগুপ্ত এবং মঞ্চাসীন ব্যক্তিত্ব প্রবীর ভট্টাচার্য,কুশল দে,শ্যামল বারুরী,শ্যামাপ্রসাদ চৌধুরী, লুতুব আলি ,অঙ্কন মুখার্জী, সুকান্ত ব্যানার্জী প্রমুখের উপস্থিতিতে প্রায় পঁচাত্তর জন কবি ব্যক্তিত্ব কবিতা পাঠ করেন। নাট্যকর্মী,গায়িকা, কবি তথা সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব কল্পনা রায় ২০২০ সালে কয়েক জন গুণী ব্যক্তিকে সঙ্গে করে কথাশৈলীর পথ চলা শুরু করেন। এই মহতী সাহিত্য সভায় প্রতিবারের মতো এবারও দুইজন কবি ব্যক্তিত্বকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন সন্ধ্যা রানী ঘোষ এবং দক্ষিণ দামোদরের ডাঃ সদরুল আলম। উপরিউক্ত ব্যক্তিগণ ছাড়া এই সাহিত্য সভায় সুষমা মিত্র,দীপেন্দ্র নাথ শীল,ডাঃ সেখ সাবের আলি,সেখ মহম্মদ ইউনুস, সেখ হাফিজুল ইসলাম, রাফিয়া সুলতানা,তন্দ্রা বোস, সমীর ঘোষ, সুফি রফিক উল ইসলাম, সৌম্য পাল, চিরঞ্জীব ঘোষ, অশোক কুমার বর্মন, নারায়ণ চন্দ্র পাল,তাপস কুমার বন্দ্যোপাধ্যায়,রথীন পার্থ মন্ডল, রমাকান্ত পাঁজা, পার্বতী মিত্র, রমলা মুখার্জী, মাধুরী অধিকারী,তন্দ্রা মুখার্জী, মঞ্জরী খাতুন, মন্দিরা মুখার্জী, শিবরাম মজুমদার, কমলেন্দু পাল,সেখ মালেক জান, এহসান সনম,সেখ ফজলুল হক, হাফিজুর রহমান, চৈত্র কুমার প্রামানিক, রীতা বসু ধর,সবিতা চ্যাটার্জি, সবিতা গোস্বামী,সায়ন্তিকা ঘোষ, মৌটুসী ঘোষ, গোপা সরকার, সুভাশিস মিত্র, দুর্গাপদ রায় , তরুণ কান্তি ঘোষ,সন্দীপন গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।