|
---|
লুতুব আলি, নতুন গতি : বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী কৌশিক ঘোষ সত্যজিৎ রায় স্মারক সম্মান সুতানুটি শট ফিল্ম পুরস্কার প্রাপ্ত। শিক্ষক সমাজ সংস্কারক শ্রীপতি মোহন বন্দোপাধ্যায় কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন কৌশিক ঘোষ। স্বল্পদৈর্ঘ্যের এই ডকু ফিচারটি আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। শিক্ষক সমাজ সংস্কারক শ্রীপতি মোহন বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার সোদপুর হাই স্কুলের একসময়ের আদর্শ শিক্ষক ছিলেন। তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। শিক্ষকতা এবং রাজনীতি করার সঙ্গে সঙ্গে তিনি সামাজিক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সোদপুর অঞ্চলের তিনি ভূমিপুত্র ছিলেন। মানুষের সুখ দুঃখের সঙ্গে তিনি সব সময় থাকতেন। এলাকার মানুষ তাঁকে সমাজ সংস্কারক হিসাবের চোখেই দেখতেন। দলমত নির্বিশেষে মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল ঊর্ধ্বে। দলের হয়ে তিনি প্রতিনিধি হিসেবে রাশিয়াও গিয়েছিলেন। সেখানকার অর্থ সামাজিক ব্যবস্থার অভিজ্ঞতা নিয়ে এলাকায় এসে তিনি নীরবে-নিভৃতে নিরবচ্ছিন্নভাবে সামাজিক কাজ করেছিলেন। তাঁর পাণ্ডিত্য ও ছিল অগাধ। সাধারণ মানুষের সঙ্গে তিনি যখন মিশছেন খুবই সাধারণ ভাবে মানুষ তাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারতেন না। আজকের অবক্ষয়ই সমাজ ব্যবস্থায় শ্রীপতি মোহন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ মেলা খুবই বিরল! সাধারণভাবে তিনি জীবন যাপন করতেন। বিশেষ করে সোদপুর ও পার্শ্ববর্তী এলাকায় খাল সংস্কার করে বৈজ্ঞানিক পন্থায় চাষাবাদকে তিনি উন্নত মাত্রায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সোদপুর, ব্যারাকপুর শিল্পাঞ্চল গঠনেও তাঁর ভূমিকা অপরিসীম ছিল। শ্রীপতি বাবু বড়দা নামের সুপরিচিত ছিলেন। তাঁর শতবর্ষ আসন্ন। শ্রীপতি বাবুর ছাত্র ছিলেন কৌশিক ঘোষ। কৌশিক বাবু তাঁর প্রিয় শিক্ষকের জীবনের বিভিন্ন দিকগুলি নিয়ে অবিনশ্বর নামে স্বল্পদৈর্ঘ্যের ফিচারটি তৈরি করেছেন। এই ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে। কাহিনী চিত্রনাট্য ও পরিচালক কৌশিক ঘোষ। এই ছবিটিতে ক্যামেরা এডিটিং এ আছেন দেব গৌতম। অভিনয় করেছেন বা স্ত্রী প্রতি বাবুকে নিয়ে বলেছেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়, নীহাররঞ্জন মজুমদার, গৌতম রায়চৌধুরী, শংকর রায়, সজল দাস, সপ্তর্ষি ব্যানার্জি, অপূর্ব ব্যানার্জি, আশীষ ব্যানার্জি ও আরও অনেকে।