কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল ও ভূমিপুত্র বিধায়কের দাবি উঠল সাগরদিঘিতে

নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘি : মুর্শিদাবাদের সাগরদিঘিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল সোমবার । সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাগরদিঘী এন হাই স্কুল মাঠে একত্রিত হন।স্কুল মাঠ থেকে মিছিল মিছিল বের হয়ে সাগরদিঘী থানা, রেলওয়ে স্টেশন হয়ে সাগরদিঘি ব্লক মোড়ে শেষ হয়। প্রতিবাদ সভা থেকে প্রতিবাদ জানানো হয় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির।

    নিমতিতা স্টেশন মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় ছিলেন সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরজামান শেখ, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম, সাগরদিঘী ব্লক এর অঞ্চল প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ,সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মন্ডল,পাটকেলডাঙ্গার উপপ্রধান মাখন প্রমুখ।
    সাগরদিঘির বিধায়ক ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয় এই এলাকার কর্মীদের একাংশ। আসন্ন লোকসভা  ভোটে সাগরদীঘিতে তৃণমূলের ভোট করেন নি বলে তৃণমূল কর্মীবৃন্দের ক্ষোভ প্রকাশ্যে আসে।