কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প তার ই দরুন চাষীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান চলছে খয়রাশোল ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে। লোকসভা নির্বাচনের আগে থেকেই চেক দেওয়া শুরু হলে ও নির্বাচন বিধি অনুযায়ী এতদিন চেক বিতরণ বন্ধ ছিল বর্তমানে বাকি চাষীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান চলছে। বছরে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত একজন চাষী পেতে পারে দুটি পর্যায়ে, প্রথম পর্যায়ে আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে।এখন পর্যন্ত মোট ২৮৪২ জন চাষীর হাতে ৫২ লাখ ২৮ হাজার ৯১৭ টাকার চেক বিতরণ করা হয়েছে। চাষীদের সাথে সংযোগ রক্ষার্থে মোবাইলের মাধ্যমে আবেদনকারিদের নম্বর জুড়ে ম্যাসেজের সাহায্যে চাষীদের সাথে ঘনিষ্টতা বাড়ানো তথা খবরাখবর দেওয়াতে চাষীরা যেমন সঠিক সময়ে উপস্থিত হচ্ছেন সময় নষ্ট হচ্ছে না তেমনি অফিসের কাজে ও গতি বেড়েছে। এখন পর্যন্ত যে সমস্ত চাষী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসেনি তাদের জন্য ও নতুন ভাবে আবেদন নেওয়ার কাজ চলছে ,এক সাক্ষাৎকারে সেই কথা শোনালেন খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা। চেক নিতে আসা কৃষক পিন্টু বাসরী, সাবিত্রী বাসরীর মতো অনেক চাষীই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চেক পাওয়ায় এবং সঠিক ভাবে পরিষেবা পাওয়ায় স্বভাবতই খুশি ব্যক্ত করেন।