কৃষি মেলা ২০১৮ অনুষ্ঠিত হলো মন্তেশ্বর শুশুনিয়ার স্কুল ময়দানে

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মাটি, কৃষি উৎপাদন পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রানী সম্পদ মেলা ২০১৮ অনুষ্ঠিত হলো মন্তেশ্বর শুশুনিয়ার স্কুল ময়দানে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে মেলা উদ্বোধন করেন কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায় সৈকত পাঁজা, মন্তেশ্বরের বিডিও বিপ্লব দত্ত, মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল সেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ সেখ সহ কৃষি আধিকারীগন। এই মেলা মঞ্চ থেকে কৃষকদের হাতে কৃষি ভাতা তুলে দিলেন কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী। এলাকায় কৃষক শ্রেণীর মানুষরা মেলায় উপস্থিত ছিলেন। এবার মেলায় বিশেষ আকর্ষণ কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা, কেসিসি ক্যাম্প, কুইজ কনটেস্ট ও বন্ধন প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি কৃষক পুরষ্কার বিতরণী। কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য দিয়ে মেলা সাজনো হয়েছে।