|
---|
মালদা- সরকারিভাবে বিধি নিষেধ শিথিল করতেই নিজের লঙ্গরখানা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল। যেভাবে তিনি করোনা পরিস্থিতিতে অহসায় দু:স্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তিনি ইতিমধ্যে মালদার সোনু সুদ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। রোজদিন ১২টি ওয়ার্ডে তিনি রান্না করা খাবার বিলি করছিলেন। সোমবার খাবার বিলি করে সমাপ্তি করলেন। আবার প্রয়োজন হলে তখন খাবার বিলির কাজে নামবেন। কৃষ্ণ জানান, ‘প্রতিদিন ৪ কুইন্টাল চালের ভাত তৈরি হচ্ছে। সঙ্গে থাকছে কোনও দিন ডিম, কোনও দিন মুরগীর মাংস। ডিম হলে ৫ হাজার ডিম। মাংস হলে সাড়ে ৩ কুইন্টাল রান্না হচ্ছে এই লঙ্গরখানায়। সঙ্গে ডাল, সবজি তো আছেই। ইতি মধ্যে ২৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন বিধি নিষেধ শিথিল হতেই আপাতত বন্ধ রাখা হচ্ছে এই কর্মসূচি।’