|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; কৃষক আন্দোলনের সমর্থনে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে একটি পদযাত্রা আয়োজিত হয় শান্তিপুর শহর কমিটির আয়োজনে। আজ বিকাল চারটে নাগাদ শান্তিপুর বাইগাছি মোড় থেকে ডাকঘর নেতাজি মূর্তির পাদদেশে পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহর কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব জানান কংগ্রেস দলের সান্নিধ্যে রাজনৈতিক সম্মৃদ্ধ হয়ে কিছুদিন আগে তৃণমূলে যোগদান এর হিড়িক লেগেছিলো! এখন বিজেপি তে যাওয়ার হিড়িক চলছে! নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা , অতীতের বিশ্বাস ভালোবাসা হরণ করেছে, কংগ্রেসের থেকে রাজনৈতিক অভিজ্ঞতা চুরি করেছে, এমনকি আমাদের শান্তিপুরের বহু আবেগের কংগ্রেস ভবন তৃণমূলের সাইনবোর্ড লাগিয়েছে, নেতার কথা অনুযায়ী কোন দিন শুনবো বিজেপির পাটি অফিস হয়ে গেছে! তবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সংখ্যা কম হলেও সাধারণ মানুষের জনসমর্থন বিপুল পরিমাণে আছে আমাদের উপর, আছে আস্থা ভরসাও ! সেই কারণেই শান্তিপুরে গত বিধানসভায় জাতীয় কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলো। এবারেও জয়লাভ করবে জোট প্রার্থী । তবে তৃণমূলের অধীনস্ত আমাদের জাতীয় কংগ্রেসের আবেদ কংগ্রেস ভবন আমরা ফেরাবই।