|
---|
সেখ সামসুদ্দিন, ১৩ আগস্টঃ মেমারি ১ ও ২ ব্লক কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে মেমারি থানার শঙ্করপুর বাজারে গণস্বাক্ষর অভিযান ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এই সমাবেশ থেকে চাষীদের স্বাক্ষর সংগ্রহ করে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে ডেপুটেশনের কপি পাঠানোর উদ্দেশ্যেই আজকের বিক্ষোভ সমাবেশ বলে জানান কৃষক ঐক্য মঞ্চের সভাপতি উৎপল রায়। তাদের দাবি অবিলম্বে অন্য রাজ্যে আলু পাঠাতে বর্ডার খুলে দিতে হবে এবং পুলিশ মন্ত্রীর কাছে আবেদন বর্ডারে গাড়ি প্রতি ৩০-৪০ হাজার টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। ঐ টাকা কার পকেটে যাচ্ছে তদন্ত করা হোক এবং যারা টাকা দিতে রাজি হচ্ছে না তাদের গাড়ি সারি সারি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বা ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। কৃষকদের দাবি আলুর মূল্য নিয়ন্ত্রণের নামে যেভাবে আলু চাষীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাতে করে আগামীদিনে আখ চাষের মত আলু চাষও বাংলা থেকে উধাও হয়ে যাবে। তারা জানান প্রাকৃতিক বিপর্যয়, সারের মূল্যবৃদ্ধি সবকিছু মাথায় নিয়ে চাষিরা চাষ করেন। অথচ সেই ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। সরকার যখন দশ টাকা কেজি আলু বিক্রি হয় তখন চাষীদের ভর্তুকির কথা ভাবেন না অথচ যখনই মূল্যবৃদ্ধি হয় তখনই সরকার নিয়ন্ত্রণ করে তাহলে চাষিরা বাঁচবে কি করে ? আর এই আলুর মূল্যবৃদ্ধির নামে অন্য রাজ্যে আলু যাওয়া আটকে দেওয়ায় চাষীদের কাছ থেকে ব্যবসায়ীরা আলু কিনছেন না। ফলে যেটুকু আলু স্টোরেজে আছে আগামী দিনে দেখা যাবে সেই আলু বেলচে করে তুলে ফেলে দিতে হবে, চাষিরা আর বার করতে পারবে না। এই বিষয়েও সরকারকে ভাবতে হবে।