|
---|
স্টাফ রিপোর্টার, কুলতলি: ক্রমশ বাড়ছে বাঘে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। কুলতলিতে আবারও মৃত্যু হল এক বাঘে আক্রান্তর। ওই ব্যক্তির নাম অমল দন্ডপাট। শুক্রবার রাতে তিনি ও তাঁর সতীর্থরা বিদ্যাধরী নদী ধরে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে হলদিবাড়ি জঙ্গলের রঙমারি চরের কাছে বাঘে আক্রমণ করে তাদের। এই ঘটনায় অমলের এক সতীর্থ খোকন মুন্ডাও আহত হয়। শনিবার রাত ৯ টা নাগাদ বাঘাযতীনের এক বেসরকারি নার্সিহোমে মৃত্যু হয় তার।