|
---|
কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মণ্ডলের কর্মীসভা
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
আর কয়েক দিন পর কুলতলী বিধানসভা নির্বাচন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য কাজের মানুষ, কুলতলি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় গনেশ চন্দ্র মন্ডল কে বিপুল পরিমাণ ভোটে জিতিয়ে এই প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় যাক এই সভা তারই ইঙ্গিত বলে মনে করেন।
আজ কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের সকল ব্লক কমিটি,সকল বুথ সভাপতি, সম্পাদক ও অঞ্চলের সর্বস্তরের নির্বাচিত সকল জনপ্রতিনিধি দের কে নিয়ে কুলতলি বিধানসভা তৃনমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২১ বিধানসভা নির্বাচনী বর্ধিত কর্মী সভা করলেন পার্থী গনেশ চন্দ্র মণ্ডল ।
সভায় উপস্থিত কর্মী চোখে পড়ার মতো, উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপাল নস্কর জয়নগর ২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্ষীয়ান নেতা আবুবকর সরদার, সাহাদাত সেখ,যুধিষ্ঠির নস্কর অর্জুন কৃষ্ণ বায়েন,সহ দলীয় পদাধিকারী ব্যক্তি বর্গ । আগামী ৬ই এপ্রিল কুলতলি বিধানসভা নির্বাচন, আর হাতে গোনা কয়েকটি দিন আর এই দিন গুলিতে ঝাঁপিয়ে পড়ে প্রচার করার নির্দেশ দিলেন।